বাংলাদেশকরোনাভাইরাস

৪% সুদে ব্যাংক লোন পাবেন করোনা আক্রান্তের পরিবার

ব্যাংক লোন পাবেন করোনা আক্রান্তের পরিবার৪% সুদে ব্যাংক লোন পাবেন করোনা আক্রান্তের পরিবারের একজন, আপনার নিজের প্রকল্প বা ব্যাবসার জন্য। এমন কি সেখানে কোনো সার্ভিস চার্জও নাই, তবে এই সুবিধা, যে সকল কর্মী বিদেশ থেকে জানুয়ারী ২০২০ এর পর covid-১৯ এর কারণে দেশে ফেরৎ এসেছে অথবা ওই একই কারণে বিদেশে মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারের যেকোনো একজনকে পুনর্বাসন এর জন্য উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিশেষ এই লোনের জন্য আপনার যা প্রয়োজন হবে:

১. যে প্রকল্প অথবা ব্যবসা প্রতিষ্ঠান দেখিয়ে আপনি লোন নিবেন সেই এলাকার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় আবেদন করতে হবে;

২. তবে  শুধুমাত্র ১ জানুয়ারী ২০২০, তারিখ থেকে বিদেশ থেকে দেশে ফিরে আসা অভিবাসী কর্মী এই লোনের জন্য আবেদন করতে পারবেন;

৩.  বিদেশ থেকে ফেরৎ আসা ব্যাক্তির পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের ফটোকপির প্রয়োজন হবে;

৪. বিদেশে চাকুরীরত বিএমইটির স্মার্ট কার্ড/ চাকুরী করা দেশের আইডি কার্ডের ফটোকপি/ চুক্তিপত্র অথবা রেমিট্যান্স পাঠানোর প্রমানপত্র।

বাংলাদেশের ব্যাবসা প্রতিষ্ঠানের যা যা প্রয়োজন হবে:

১. লোন আবেদনকারীর সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি;

২. জাতীয় পরিচয় পত্র / পাসপোর্ট অথবা বিশেষ ক্ষেত্রে জন্ম নিবন্ধের ফটোকপি;

৩. ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স এর ফটোকপি, যদি প্রয়োজন হয়;

৪. ব্যবসা প্রতিষ্ঠান অথবা প্রকল্পের  ঠিকানা ও তার যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে;

৫. দোকান অথবা গোডাউনের ভাড়ার চুক্তিপত্র আর যদি নিজের হয় তবে মালিকানার কাগজ সমূহ। তবে বিষয়টি প্রয়োজন অনুসারে পরিবর্তন হতে পারে।

৬. আপনার কোনো অভিজ্ঞতা অথবা কোনো প্রশিক্ষণ যদি থাকে তবে সেটাও উল্লেখ করলে ভালো।

৭. ঋণের পরিমাণ খুব বেশি হলে তবেই জামানতকৃত  সম্পত্তির ফটোকপির লাগবে

আর সাধারনত অন্য সকল লোনের মতোই আপনার ব্যাঙ্ক একাউন্টের চেকের তিনটি পাতা লাগবে।

ব্যাঙ্ক লোন এর সর্বোচ পরিমান:

আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত জামানত বিহীন লোন পাবেন, কিন্তু তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ পর্যন্ত সহজামানত গ্রহণ করতে হবে। পাঁচ লক্ষের বেশি হলে সম্পত্তির কাগজ পত্রের বিষয়টি আসবে। এই বিনা সার্ভিস চার্জের ব্যাঙ্ক লোন আপনি মাত্র ৪% সরল সুদে পাবেন।

এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে প্রবাসী কল্যাণ ব্যাংকের সাথে যোগাযোগ করতে পারেন।

Kollol Khan

My professional background includes research and writing in the field of business.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button