প্রশিক্ষণ সাথে থাকা-খাওয়া ফ্রি সাথে চাকরিও – Free Training With Job
Free Training – বাংলাদেশ সরকারের উদ্যোগে থাকা-খাওয়া ফ্রি আর সঙ্গে প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষ হলে চাকরির নিশ্চয়তা দিচ্ছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)। প্রশিক্ষণ যখন চলবে তখন ভাতা প্রদান করা হয়।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া যুব ও মহিলাদের তিন মাস ও দুই মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ দিবে বিটাক।
প্রশিক্ষণ
মহিলাদের যে কোর্সগুলোতে ট্রেনিং দেয়া হয় সেগুলো হলো লাইট মেশিনারিজ, অটোক্যাড, ইলেকট্রিক্যাল মেইনটেন্যান্স, হাউজহোল্ড, অ্যাপ্লায়েন্স ইলেকট্রনিক্স, রেফ্রিজারেটর রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, প্লাস্টিক প্রসেসিং, জেনারেল প্লাস্টিক প্রসেসিং/ কাস্টমাইজ, কার্পেটিং ইত্যাদি। ছেলেদের যে সকল বিষয়ে ট্রেনিং দেওয়া হয় তা হচ্ছে ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল, মেইনটেন্যান্স , রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ইত্যাদি।
এগুলি ছাড়াও কিছু অ্যাটাচমেন্ট কোর্স রয়েছে তার ভেতর উল্লেখযোগ্য হল, মেশিন শপ ইলেকট্রিক্যাল
মেইনটেন্যান্স, ওয়েল্ডিং, অটোমোবাইল, হিট ট্রিটমেন্ট, সিএনসি, লেদ সিএনসি, মিল্লিং, পিএলসি ইত্যাদি।
সম্মানজনক অবস্থান
এই প্রকল্পের আওতায় প্রায় ৪000 প্রশিক্ষণার্থী বিভিন্ন প্রতিষ্ঠান এ সরাসরি চাকরি করছে এবং বর্তমানে তারা খুবই উন্নত জীবন যাপন করছে। তারা এখন সামাজিকভাবে একটি সম্মানজনক অবস্থানে নিজেদের এবং পরিবারকে নিয়ে গিয়েছে। কারণ বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের কর্মী বান্ধব সুযোগ-সুবিধা থেকে থাকে।
চাকরি
বিটাক থেকে বিভিন্ন কোম্পানী প্রতিবছরই প্রশিক্ষিত কর্মী চেয়ে চিঠি পাঠিয়ে থাকে। এদের মধ্যে রয়েছে বেঙ্গল প্লাস্টিক লিমিটেড, প্রাণ-আরএফএল, নাসির গ্রুপ, বেক্সিমকো ফার্মা, ফিলিপস, নিটল টাটা, ডেকো ,রহিম আফরোজ, শাহ সিমেন্ট ইত্যাদি।
বিদেশে কর্মসংস্থান
প্রশিক্ষণ প্রাপ্ত পুরুষ/মহিলারা বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।
প্রশিক্ষণের স্থান সমূহ
বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া ও চাঁদপুরে এই প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে।
আবাসন
ঢাকায় নারীদের জন্য একটি ৫তলা ও পুরুষদের জন্য একটি ৩ তলা,
চট্টগ্রাম কেন্দ্রে পুরুষদের জন্য একটি ২তলা,
খুলনা ও বগুড়া কেন্দ্রে পুরুষদের জন্য একটি করে ১তলা ডরমিটরী ভবন রয়েছে।
কোর্সের সময়কাল
নিয়মিত প্রশিক্ষণ কোর্স রয়েছে প্রায় ২৫ টি, তার মধ্যে
এগারোটি আছেতিন মাসব্যাপী কোর্স
১৪ টি আছে দেড় মাসব্যাপী কোর্স
দুটি আছে এক মাসব্যাপী কোর্স
এখন বাংলাদেশের যে আধুনিক ,প্রথম শ্রেণীর ফ্যাক্টরিগুলো রয়েছে তাতে এমন কিছু যন্ত্রপাতির মাধ্যমে কাজ করা হয়ে থাকে যা বাংলাদেশের কোথাও প্রশিক্ষণ দেয়া হয়না। একটি সময় ছিল যখন কোম্পানিগুলো অদক্ষ লোক নিয়োগ নিয়ে, ধীরে ধীরে দক্ষ করে গড়ে তুলতো। এটা খুব কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু বর্তমানে সেই সকল দায়িত্ব গ্রহণ করেছে বিটাক এবং এমন কিছু টেকনিকেল সেক্টরে যুবকদের প্রশিক্ষণ দিচ্ছে যা শুধুমাত্র বিটাকেই (সেপা প্রকল্প) সম্ভব। দিন কে দিন প্রশিক্ষণের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
আরো বিস্তারিত
অনলাইন আবেদন
যোগাযোগ